নওগাঁর মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায়
আনিছার রহমান (৪৬) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মান্দা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন লক্ষীরামপুর গ্রামের ভূক্তভোগী যুবদল নেতার বড় ভাই সাবেক ইউ’পি সদস্য ইয়ানুচ আলী। এজাহার দায়েরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন প্রতিকার না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভূক্তভোগী পরিবারের লোকজন।
ভূক্তভোগী যুবদল নেতা আনিছার রহমান জানান, পূর্ব শত্রুতার জের ও লক্ষীরামপুর উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। এসব বিষয় নিয়ে তিনি প্রতিবাদ করায় গত ২৭ নভেম্বর সন্ধ্যায় লক্ষীরামপুর মোড়ে তার উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। অথচ,
বিষয়টিকে ভিন্ন খাতে (সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন) প্রবাহিত করার জন্য ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবদলের সাবেক সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পাইলটের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। যার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অপরদিকে, লক্ষীরামপুর গ্রামের মৃত মফিজ উদ্দীন ওরফে পলিনের ছেলে ও ১২০ নং লক্ষীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক ও আহত হয়ে মান্দা উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন তিনিও মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
মান্দা থানার ওসি-তদন্ত আব্দুল গনি বলেন, এঘটনায় লক্ষীরামপুর গ্রামের ভূক্তভোগী যুবদল নেতা আনিছার রহমানের বড় ভাই সাবেক ইউ’পি সদস্য ইয়ানুচ আলী একই গ্রামের প্রতিপক্ষ মজিদুল, আব্দুর রাজ্জাক, মেহেদী, রফিকুল ইসলাম এবং তারিকুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।