নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আলহাজ্ব মোঃ আকরাম আলী শাহ্ ও তার ছেলে জহুরুল ইসলামকে হত্যার হুমকি প্রদান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায়।
অভিযোগসূত্রে জানা গেছে, বান্দাইপুর গ্রামের ভূক্তভোগী মৃত কমল শাহ্ এর ছেলে আলহাজ্ব মোঃ আকরাম আলী শাহ্ এর সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ আব্দুল লতিফ ও আব্দুর রকিব গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৩ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে গোপালপুর বাজারে আসার পথে প্রতিপক্ষের আব্দুল লতিফের দোকানের সামনের রাস্তায় আকরাম আলী শাহ্কে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। এছাড়াও যাবতীয় দলিলপত্র তাদের দিতে বলেন। এসময় তাদের কথায় প্রতিবাদ করায় তার হাত ধরে টানা হেচড়া করে শারিরিকভাবে লাঞ্চিত করেন।
ভূক্তভোগী আলহাজ্ব মোঃ আকরাম আলী শাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাকে ও আমার ছেলেকে হত্যার হুমকি প্রদান করায় থানায় অভিযোগ দায়ের করেছি। সেকারণে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ৪৫ বছর যাবৎ আমার ভোগদখলীয় সম্পত্তি জোরপূর্বকভাবে দখল নিতে শনিবার বেড়া লাগিয়েছেন। রবিবার সকালেও সেটি অব্যাহত রেখেছেন। আমি এর ন্যায় বিচার চাই। অপরদিকে প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
মান্দা থানার ওসি-তদন্ত আব্দুল গনি বলেন, এ ঘটনায় প্রতিকার চেয়ে বান্দাইপুর গ্রামের ভূক্তভোগী মৃত কমল শাহ্ এর ছেলে আলহাজ্ব মোঃ আকরাম আলী শাহ্ একই গ্রামের প্রতিপক্ষ মৃত মোসলেম আলীর ছেলে আব্দুল লতিফ (৩৫) ও আব্দুর রকিব (২৮) এর বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
জিএমআরএ