নাটোরের গুরুদাসপুরে ধর্ষণ করে ও মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করা মামলার আসামি রুবেল মাল’কে গ্রেফতার করেছে র্যাব-৫।
১৮ মার্চ, সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য নিশ্চিত করেন সিপিসি-২, নাটোর- র্যাব-৫।
গ্রেফতারকৃত রুবেল মাল উপজেলার দেবোত্তার গরিলা এলাকার ফরিদুল ইসলাম মালের ছেলে।
র্যাব জানায়, রুবেল মাল ভুক্তভোগীর সম্পর্কে দেবর ও প্রতিবেশী। এর সুবাদে রুবেল মাল প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিলে ফিরিয়ে দেয় ভুক্তভোগী। কিন্তু চলতি বছর ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে ভুক্তভোগী বাড়িতে পোষা গরু-ছাগল দেখতে গেলে সুকৌশলে রুবেল ঘরের ভিতরে ঢুকে লুকিয়ে থাকে। পরে রাত সোয়া ১০টার দিকে রুবেল শোবার ঘরের চৌকির উপর উঠে ভুক্তভোগী ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং সুকৌশলে আসামি তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে আসামি মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও চিত্র ভুক্তভোগীকে দেখিয়ে কুপ্রস্তাব দেয় এবং উক্ত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকি দেয়।
এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নাটোর জেলার গুরুদাসপুর থানায় ১৫ মার্চ একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য নাটোর, র্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। তৎপ্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামি রুবেল মাল এর অবস্থান শনাক্ত করে গতকাল রাতে অভিযান চালিয়ে একই উপজেলার বিন্দা বনপুর গ্রাম থেকে গ্রেফতার করে। পরে আজ সকালে আসামিকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করে র্যাব।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.