কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে (৫০) বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে আছে।
হাসপাতাল ও স্থানীয় শুত্রে জানা যায়,বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪খ্রিঃ সকাল সাড়ে ৮টায় দেবীদ্বার নিউমার্কেট থেকে দেবীদ্বার পুরাতন বাজার ধনু ডাক্তারের বাড়িতে কবিরাজী চিকিৎসার জন্য গিয়েছিলেন।অটো চালক তাকে ধনু ডাক্তারের বাড়ির সামনে সিড়িতে বসিয়ে দিয়ে আসলে ওখানেই তিনি ঢলে পড়েন।
স্থানীয়রা তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা ও ইসিজি করানোর পর নিশ্চিত হন তিনি আর বেঁচে নেই। কর্তব্যরত চিকিৎসক ধারনা করেন, তিনি হার্ট এটাকে মারা গেছেন।
নিহতের গায়ে পাঞ্জাবী ও পরনে লুঙ্গী ছিল। সাথে একটি মোবাইল নম্বরও পাওয়া গেছে-(০১৭৮৬৫৫৯৩১০)॥
সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কেউ লোকটাকে চিনে থাকুন, দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা গেল।
থানায় কোন পুলিশ নেই, ময়নাতদন্তের কোন ব্যবস্থা নেই, ছোরতহাল করাও নেই।
এফবি পাকরা যদি পারেন যার যার অবস্থান থেকে শেয়ার করে বেশী প্রচার করলে তার স্বজনরা জানার সুযোগ পাবে।