রাজশাহীর দুর্গাপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে ভাঙ্গারির দোকান পুড়ে ছাই প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি।
১৭ আগষ্ট শনিবার রাত অনুমান ২ টার দিকে দুর্গাপুর পৌর সদরের বদির মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশের মোদি দোকানী জানান আমি দোকান ঘর খুলে শুয়ে ছিলাম । লোডশেডিং এর কারণে চারিদিক অন্ধকার ছিল। অপরিচিত তিন থেকে চারজন যুবক আমার দোকানে পেট্রোল কিনতে আসে। পেট্রোল না থাকায় দিতে পারিনি । তাদের চলাচল অনেকটাই সন্দেহ মূলক ছিলো। আমি আমার দোকান লাগিয়ে শুয়ে পড়লে এলাকাবাসী চিৎকারে উঠে বদি ভাইয়ের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখি। বালতিতে করে পানি এসেছে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হই। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিক বদিউজ্জামান বলেন, আনুমানিক রাত ২ টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা শত্রুতার করে আমার ভাঙ্গারির দোকানে আগুন লাগিয়ে দেয়। কোন ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করে এই আগুন লাগানো হয়। ফলে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে সবকিছু পুড়ে আমার ১০ লক্ষ টাকা ক্ষতি হয়।
এবিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মোঃ মাহবুব আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২.৫৩ মিনিটে ২ গাড়ি আনুমানিক দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আমরা। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না ।