ডাঃ রওনাক ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। তাঁর মৃত্যুতে আমরা হারিয়েছি একজন অভিভাবক। তাঁর শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। জগতপুরের উন্নয়নে তিনি যে অবদান রেখে গেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে তাঁর দুই ছেলেকে কাজ করার আহ্বান জানান অতিথিবৃন্দ। কথাগুলো বলছিলেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অত্র স্কুলের সাবেক সভাপতি এবং প্রাক্তণ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মরহুম আলহাজ্ব ডাঃ রওনাক আহমেদ এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা।
ইদের পর দিন শুক্রবার দুপুর ৩ টায় মরহুম ডাঃ রওনাক আহমেদ স্মরণে প্রাক্তণ ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র -ছাত্রীদের সমন্বয়ে গঠিত সংগঠন প্রাক্তণ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও এসিআই লিমিটেডের জিএম মোঃ জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি ডাঃ আহমেদ ইফতার বীন রওনাক, সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ মজিবুর রহমান খন্দকার, সরকারি বাংলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আমিরুল ইসলাম পলাশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, জগতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান , সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফাজ উদ্দিন, আলহাজ্ব আবদুর রহমান,ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্র কল্যাণ পরিষদের সহ সভাপতি তোফাজ্জল হোসেন তবিল,জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাবু।
প্রাক্তণ ছাত্র কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক বাদশা ফরহাদ এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম সোহেল সিকদার, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায় সারওয়ার হোসেন বাবু,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সমাজসেবক জয়নাল আবেদীন সরকার, এনামুল হক সরকার, ব্যাংকার আখতারুজ্জামান সরকার, এম এ মতিন ও মোঃ রিপন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, আবুল কালাম, অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ও জগতপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ ওমর ফারুক ,
প্রাক্তন ছাত্র কল্যান পরিষদের সমজকল্যাণ সম্পাদক ও বন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডেন্টিস্ট মো: জসিম উদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল সরকার জুয়েল, সহ প্রচার সম্পাদক আল-আমিন প্রধান,ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক গৌতম চন্দ্র সাহা,সহ -অর্থ বিষয়ক সম্পাদক মারুফ হোসেন শিপলু,মোঃ মহসীন মিয়া, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শরীফ আহমেদ সুমন,রকিবুল ইসলাম রিপন, এমরান হোসেন রিটন ও মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মফিজ উল্লাহ।