কুমিল্লার তিতাসের ঐতিহ্যবাহী মাছিমপুর বাজার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হাবিব সরকার, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন বাবুল ও কোষাধ্যক্ষ আঃ সাত্তার ভূইয়া।
শনিবার (২৭ এপ্রিল) বিকাল তিনটায় মোবারক সরকার মার্কেটে কমিটি গঠনের লক্ষে বাজারের সকল দোকান মালিক, দোকানদার ও সদস্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে হাবিব সরকারকে সভাপতি, ইকবাল হোসেন বাবুলকে সাধারণ সম্পাদক এবং আঃ সাত্তার ভূইয়াকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়।
৩১৭ জন ভোটারের মধ্যে সভাপতি প্রার্থী ছিলেন ২ জন, গাজী মোঃ সিরাজুল ইসলাম এবং হাবিব সরকার। সাধারণ সম্পাদক পদে ৪ জন মোঃ গিয়াসউদ্দিন, ফারুক মাহমুদ, সাগর রহমান এবং ইকবাল হোসেন বাবুল এবং কোষাধ্যক্ষ পদে ৩ জন, আজিজ সিকদার, ইকবাল হোসেন মাটি এবং আঃ সাত্তার ভূইয়া। পরে প্রার্থীদের সমঝোতার মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি পদে তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়। আজকের সভায় সভাপতিত্ব করেন মোবারক হোসেন সরকার।
নির্বাচন পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সভাপতি ও তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওসমান গণি ভূইয়া এবং আঃ সালাম মাষ্টার।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ এমরান সরকার, গাজী মোঃ সিরাজুল ইসলাম, মজিবুর রহমান মেম্বার, কামাল হোসেন মেম্বার, মনসুর আলী মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার,মহসিন সরকার মেম্বার, মিজান সরকার, রিপন হাসান নিপু, আলমগীর হোসেন, হানিফ মিয়া প্রমূখ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.