কুমিল্লার তিতাসে বৈষম্য বিরোধী ও কোটা সংস্কার আন্দোলনে শহিদ ছাত্র জনতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার ( ৯ জুলাই) বিকেলে জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি বাজারে বৈষম্যবিরোধী ছাত্র জনতা ও জগতপুর ইউনিয়ন সাধারণ জনগনের আয়োজনে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
জগতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও বন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডেন্টিস্ট মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল খান রাজ, একে শামীম ওসমান, রুবেল আনোয়ার , মারুফ আহমেদ শিপলু, মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা তফাজ্জল হোসেন, রাসেল আহমেদ, উজিরাকান্দির নাসির উদ্দীন, মুক্তার হোসেন মুন্না, আলামিন সরকার, সজিব সরকার ও ইয়াছিন আরাফাতসহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ প্রমূখ।
আলোচনা সভায় ডেন্টিস্ট জসিম উদ্দিন বলেন, বহু ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতার রক্তের বিনিময়ে আমরা পুনরায় স্বাধীনতা অর্জ কেছি এর সম্পূর্ণ কৃতিত্ব ছাত্র জনতার । আন্দোলনের সাফল্যের জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনাদের সবাইকে ধৈর্যের সঙ্গে থাকতে হবে। দেশের সম্পদের কোনো রকম ক্ষতিসাধন করা যাবে না। অতীতে যারা ভূল করেছে তাদের ক্ষমা করে দিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইতালি প্রবাসী মোঃ সালাহ উদ্দিন। যার অর্থায়নে জগতপুর ইউনিয়ন যুবদল এগিয়ে যাচ্ছে। সুদূর ইতালি থেকে তিনি এগিয়ে এসেছেন। নেপথ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সব সময় প্রতিটি প্রোগ্রামে।