পবিত্র মাহে রমজান উপলক্ষে নারান্দিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে সৌদি আরব প্রবাসি নারান্দিয়া ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ নূর নবী সরকারের এর নিজস্ব অর্থায়নে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে।
১২ রমজান শনিবার সকাল ১১ টায় নারান্দিয়া ইউনিয়নের কাচারি বাজারস্থ চকের বাড়িতে প্রায় ৪০০ জন মানুষের মাঝে গোস্ত বিতরণ করা হয়। প্রত্যককে ৬০০ গ্রাম করে গরুর গোশত তুলে দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কুমিল্লা-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর কিন্তু পবিত্র ওমরাহ পালনের কারণে তিনি মক্কা রয়েছেন তাই উপস্থিত থাকতে পারেন নি।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান ভূইয়া খোকা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি
মুন্সি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, ভিপি আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা মোঃ জামাল হোসেন, যুবলীগ নেতা রাইসুল ইসলাম এলাহি, ফরিদ মেম্বার ও নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ওবায়দুল হক প্রমূখ।