কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ বাতেন মিয়ার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) মাছিমপুর উত্তরপাড়া হযরত আইনুদ্দিন শাহ (রহ) সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার এতিম ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার সাংগঠনিক সম্পাদক মোঃ জেবেল সরকার মেম্বার, সাংবাদিক হালিম সৈকত, হাফেজ তরিকুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, ২নং আ’লীগের সভাপতি মোঃ মোতালেব হোসেন সরকার, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ফারুক মাহমুদ, ইউনূছ শিকদার, ওনর আলী, সুমন মিয়া প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার সুপার মোঃ শেখ শরীফ।
এসময় আঃ বাতেন মিয়া বলেন, আমার স্ত্রীর আত্মার মাগফেরাত কামনা ও প্রবাসে আমার ছেলেদের সুস্বাস্থ্য কামনার উদ্দেশ্যেই আজকের এই দোয়া ও ইফতারের আয়োজন।