তাপদাহে পুড়ছে পুরো দেশ। তীব্র গরমে নাজেহাল জনজীবন, তীব্র গরম ও তাপমাত্রায় ভ্যানচালক ও শ্রমজীবি মানুষের মাঝে তাহেরপুর মন্দির কমিটির আয়োজনে ঠান্ডা পানি ও স্যালাইন বিরতণ করা হয়েছে।
আজ ১ মে শ্রমিক দিবসে তাহেরপুর পৌরসভা'য় পাঁচ শতাধিক শ্রমজীবি ভ্যান , ট্রাক চালকের মাঝে এক বোতল ঠান্ডা পানি ও স্যালাইন বিরতণ করেন, তাহেরপুরের হিন্দু ধর্মীয় যুবকরা।
এই সময় উপস্থিত ছিলেন,সুজন কুমার দাস,
সমিরন কুমার দাস,সুব্রত কুমার দে, প্রলয় হালদার,সন্দিব রায় টিংকু, সুব্রত হালদার, ঋত্বিক সাহা, শুভ দাস, টুটুল হালদার, কল্যান মজুমদার, সুমন হালদার, আকাশ হালদার, প্রনব হালদার, রিপন হালদার, শুভ হালদার,র্আক, প্রান্ত সরকার, সজীব হালদার, সোনাতন দাস, মিঠুন হালদার, শুভ সাহা,রুপক সাহা, প্রিন্স সাহা, বিদুৎ সরকার, প্রনব সরকার, রজত দাস, সজল সরকার, সুজন হালদার, বিপুল সরকার, অনিক সাহা,মিঠু সরকার, সুশান্ত সাহা, অপূর্ব হালদার প্রমুখ।
এছাড়াও সার্বিক সহযোগিতা' করেন, কাঞ্চন কুমার দাস, সুব্রত কুমার ঘোষ (বিপ্লব), লিটন সাহা, নির্মল কুুমার দাস(বাবু), পিন্টু সরকার ,সৌরভ চৌধুরী(টেন্ডল), মম্পি দাস, সুব্রত দে, আশীষ সান্যাল ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2025 Dainiksopnerbangladesh.com. All rights reserved.