তদন্ত ছাড়াই থানায় মামলা গ্রহণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে একাধিক ভুক্তভোগী পরিবার।
রোববার বেলা ১১ টার দিকে রাজশাহী জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য নুসরাত জাহান বলেন, গত পাঁচ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছাত্র জনতা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটান। সেই ছাত্র জনতার অর্জনকে ধুলিস্যাৎ করতে একটি চক্র ঢালও ভালোভাবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা দায়ের করছে। আর সেটা পুলিশ তদন্ত ছাড়াই আমলে নিচ্ছে। যেটি মোটেও কাম্য নয়। এমনকি মামলা থেকে আমার স্বামী ইমদাদুল হক বাবুও রেহাই পায়নি। তিনি একজন সাধারণ ব্যবসায়ী।
তারপরও চক্রান্ত করে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় আমার স্বামীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে। একটিতে ১২ নং আসামী করা হয়েছে। যার মামলা নং ১৮। এই মামলাটি গত ২০ আগস্ট করা হয়েছে। আরেকটি মামলায়া ৫ নং আসামী করা হয়েছে। যার মামলা নং ১২,এই মামলাটি করা হয়েছে গত গত ১৫ আগস্টে। এই দুই মামলার বাদী দুইজন। ১২ নং মামলার বাদী রবিউল আলম মিলু । তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার স্বামীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি মামলা প্রত্যাহারের জন্য আমার কাছে তিনি বিভিন্ন মাধ্যম সে অর্থ দাবি করেছেন।
আব্দুল হাালিম মতি নামে আরেক ভুক্তভোগী বলেন, আমরা সাধারণ ব্যবসায়ী , আমরা অতীতে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না , তারপরও আমার পরিবারে তিন জনের নামে মিথ্যা মামলা করা হয়েছে। এমনকি যে বাদি আমাদের নামে মামলা করেছে তাকেও আমরা চিনি না। সে আমাদের চিনেনা। তাহলে স্পষ্টই বোঝা যায়, এটি উদ্দেশ্যে প্রণোদিত মামলা করা হয়েছে শুধুমাত্র আমাদের হয়রানি করার জন্য।
সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন,স্বৈরাচার শেখ হাসিনার কারণে এতদিন আমরা অতিষ্ঠ ছিলাম। আবার নতুন করে একটি চক্র মামলা হামলা দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা চালাচ্ছে। এসব বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় মানববন্ধনে সাধারণ ব্যবাসয়ী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।