আসন্ন ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শুভ কুমার সরকার হাতে স্বতঃস্ফূর্তভাবে মরণপত্র দাখিল করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা।
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিনে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন যারা তারা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সদ্য পদত্যাগকারী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা। সেই সাথে আরও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, মোছাঃ পারুল বেগম, মোছাঃ জাহানারা বেগম, মোঃ হামিদার রহমান, মোঃ মোফাক্কারুল ইসলাম পেলব, বাবু উত্তম কুমার রায়, স্বপন মিয়া, মোঃ আবু সাইদ ও সুজয় চন্দ্র রায়।
এবারে ৬ষ্ঠ তম উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ গত ২১/৩/২৪ইং তারিখ নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফশিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ই এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ই এপ্রিল, আপিল দাখিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি, ২১শে এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২শে এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩শে এপ্রিল এবং ৮ই মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.