নীলফামারীর ডিমলা উপজেলায় হাল চাষের ট্রাক্টরে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রায়হান (৯) উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের মো. হাসেম আলীর ছেলে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ছোটখাতা গ্রোয়েন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন ডিমলা থানার এসআই হাবিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রোয়েন পাড়া এলাকার মো. আলমগীর হোসেনের ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করার সময় হাসেম আলী তার ছেলেকে শখের বসে ওই গাড়িতে উঠিয়ে দেন। জমিতে হাল চাষের এক পর্যায়ে ট্রাক্টরটি পার্শ্ববর্তী কাঁঠাল গাছে ধাক্কা খায় ও ছেলেটি পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন আরো বলেন, রায়হান ছোট ছেলে সে প্রায় প্রায় গাড়িতে চড়ার বাহানা করে, ও মাঝে মধ্যে গাড়িতে চড়ে উঠে বসে। আজ হঠাৎ সে গাড়িতে উঠতে চাইলে তার বাবা শখের বশে তাকে গাড়ি উঠিয়ে দেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.