কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার একটি চৌকস টিম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ- পরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান এর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে (২৮জুলাই) সকাল ০৯:০০ মিনিটের সময় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বুড়িচং থানাধীন নিমসার বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তার উপর মাদক পাচার কালে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামী সদর দক্ষিণ মডেল থানার সোয়াগাজী, বানীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে ইসমাইল হোসেন (৩০)।
আটকৃত আসামী ইসমাইল হোসেন এর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান বাদী হয়ে বুড়িচং থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ- পরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.