ভোলার লালমোহনে বেসরকারী উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির (ডাস) উদ্যোগে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক-সুপারভাইজারদের ৫দিনব্যাপী (২৬-৩০ ডিসেম্বর) ৫ম শ্রেণির বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডাসের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. মাইনুল ইসলাম।
উদ্বোধনকালে তিনি সকলকে মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করা ও স্কুল পরিচালনা করতে একাডেমিক যে সকল সমস্যায় পড়েছেন, তা এখান থেকে সুস্পষ্ট ভাবে জেনে নেয়ার জন্য সকলকে অনুরোধ করেন। পাশাপাশি ঝরেপড়া শিশুদের শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষককে আন্তরিকতার সহিত যারযার অর্পিত কাজ ভালোভাবে করার জন্য বলেন।
এসময় দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনুছ, প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার মো. জাহিদুল ইসলাম ও প্রকল্পের মনিটরিং অফিসার হারুন-অর-রশিদ বাবুলসহ বিভিন্ন শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক-সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।