দেশজুড়ে চলছে ভয়াবহ দাবদাহ। তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রার এ পারদ প্রতিদিনই চড়ছে। অস্বস্তিকর গরমে ঘর ছেড়ে বেরোনোই যেন দায়। তবু জীবনের তাগিদে বাইরে যেতেই হয়।
এ বিপর্যয়ের সময় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি ও যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র সভাপতি ডাঃ এনামুল হক।
মানবতার ডাকে সাড়া দিয়ে আজ বুধবার জেলার তিতাস, হোমনাও মেঘনা উপজেলায় তীব্র দাবদাহে বৃহত্তর কুমিল্লা সমিতি ও যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র সভাপতি ডাঃ এনামুল হক এর উদ্যোগে বাতাকান্দি বাজার,গৌরীপুর বান্চারামপুর রোড, ছিনাইয়া মেঘনা রোড এবং মানিকারচর মসজিদ রোডে সিএনজি অটোরিকশা চালক ও পথচারীদের মধ্যে পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, হোমনা সিএনজি মালিক সমিতির সহ সভাপতি মো, আবুল হাশেম, সাংবাদিক এস এ ডিউক, সাংবাদিক আলমগীরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
এছাড়াও এই তীব্র গরমে কোমল পানীয় ওরস্যালাইন বিতরণ করার জন্য আপন মেডিসিন কর্নার এর পক্ষ থেকে ডাঃ এনামুল হক আমেরিকা প্রবাসী কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বৃহত্তর কুমিল্লা সমিতি ও যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র সভাপতি ডাঃ এনামুল হক এর সার্বিক দিকনির্দেশনায় আয়োজনটি পরিচালনা করেন দৈনিক স্বপ্নের বাংলাদেশ ও দৈনিক বাংলা খবর প্রতিদিন এর স্টাফ রিপোর্টার এবং বিডিনিউজ ৯৯৯ ডটকম এর তিতাস প্রতিনিধি সাংবাদিক এমরান হোসেন রিটন সহ আরো অনেকে।
উল্লেখ্য বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট দানবীর আমেরিকা প্রবাসী ডাঃ এনামুল হক তিতাস জিয়ারকান্দি ইউনিয়ন’র শোলাকান্দি গ্রামের কৃতি সন্তান মরহুম ডাঃ হক সরকারের পূত্র।