সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক্ এর সভাপতি ডাঃ এনামুল হক এর উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অনান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সকালে হোমনা উপজেলার নিলখী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা এবং মশারী ও লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও ৯ অক্টোবর, বুধবার মেঘনা উপজেলার মোজাফফর আলী স্কুল এন্ড কলেজের গেইট সংলগ্ন বিভিন্ন স্থানে মশা নিধন স্প্রে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয়দের সচেতন করার জন্য লিফলেট ও মশারী বিতরণ এবং আনছার আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, আনছার আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গাজী মোঃ দেলোয়ার হোসেন।
সহকারী শিক্ষক, রবিউল হাসান, ফারজানা আক্তার, মোঃ মামুন মিয়া, সোহেল রানা,রত্না আক্তার।
মেঘনা বড়কান্দা ইউপির ১নং ওয়ার্ড এর মেম্বার আবুবকর ছিদ্দিক।
দলিল লিখক মাহমুদুর হাসান ডালিম সহ উক্ত বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা।
এ বিষয়ে বক্তারা বলেন , ‘শুধু সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেদের বাড়ির চারপাশ পরিষ্কার করে আমরা যদি সামাজিক দায়িত্বটুকু পালন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় তরুণদের এ কাজে উৎসাহিত করতেই এমন উদ্যোগ গ্রহণ করেছি।
‘শুধু আমাদের একার পক্ষে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। ডেঙ্গু মোকাবিলার জন্য স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা খুব জরুরি। বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক্ এর সভাপতি ডাঃ এনামুল হক। আমরা তাদের স্বাগত জানাই।
এ সময় উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব ও নিলখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট আলী আহম্মেদ।
হোমনা উপজেলার নিলখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, শামসুল হক সরকার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো, আবু সাত্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,
সহকারী প্রধান শিক্ষক মো, নুরুজ্জামান,সিনিয়র শিক্ষক মো, সানাউল্লাহ মোল্লা,সিনিয়র শিক্ষক মো, জসিম উদ্দিন,
মো, আলমগীর হোসেন, এ,টি,এম মঞ্জুল ইসলাম, বিলকিস নাছরীন, রাশিদা আক্তার।
সহকারী শিক্ষক মো, মহিউদ্দিন মো, আবু সাত্তার, রফিকুল ইসলাম, কোহিনূর আক্তার,উত্তম কুমার এবং বৃহত্তর কুমিল্লা সমিতির এর পক্ষে সাংবাদিক এমরান হোসেন রিটন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.