ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের ওয়েব সাইট থেকে ২ মাস পর সরালো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। স্থানীয়দের দাবির মুখে পরে রবিবার ৬ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই ছবি সরিয়ে ফেলে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায় পাশে দেশ ভারতে। এরপর একে একে সরকারি বে-সরকারি অফিস আদালত এবং সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েব সাইট থেকে সাবেক প্রধানমন্ত্রীর ছবি। কিন্তু অদৃশ্য শক্তির জোরে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের ওয়েব সাইট থেকে সরানো হয়নি সাবেক প্রধানমন্ত্রীর ছবি। স্থানীয়দের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী ছাত্র-জনতার আন্দালনের মুখে দেশ ত্যাগ করলেও তাদের দোসরা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে ঘুপটি মেরে আছে। দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রীর ছবি দৃশ্যমান রেখে দেয়।
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, গত ১০ আগষ্ট ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক হিসেবে যোগদান করে মো: রুকুনুজ্জামান ভুঁঞা। তার অধিনস্থ এই সাইট দেখভালের জন্য রয়েছেন দুইজন কর্মকর্তা তারা হলেন-সুপারেন্টেন্ট ইব্রাহিম খলিল এবং সহকারী ক্যাশিয়ার ফারুক আহম্মেদ।
দায়িত্বপ্রাপ্ত সহকারী ক্যাশিয়ার ফারুক আহম্মেদ বলেন, আমি গত বুধবার ও বৃহস্পতিবার পাসপোর্ট অফিসের সাইটে সাবেক প্রধানমন্ত্রীর ছবি দেখেছি, কিন্তু কাজের চাপে ওয়েব সাইট থেকে সাবেক প্রধানমন্ত্রীর ছবি সরানো হয়নি।
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারেন্টেন্ট ইব্রাহিম খলিল বলেন, এই অফিসের সার্বিক কাজের দেখাশুনা আমাকে করতে হয়। একমাস আগে ওই ছবি সরানোর জন্য বলা হলেও তা সরানো হয়নি।
এব্যাপারে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো: রুকুনুজ্জামান ভুঁঞা, বিষয়টি আমার জানা ছিলনা। তবে ওয়েক সাইটটি খুলে দেখেছি সাবেক প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। এটি রবিবার সরিয়ে ফেলা হয়েছে।
এব্যাপারে ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ বলেন, এঘটনায় আমরা অবাক। এখনো পূর্বের সরকারের ভুত বিভিন্ন কাঠামোতে রয়ে গেছে। তারা এখনো এই সরকারকে মন থেকে গ্রহণ করেননি। পূর্বের সরকারকে এখনো পূজা করছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.