ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক স্বত্ব বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) রক্ষায় আইনি লড়াই চালাতে ভারতে আইনজীবী নিয়োগের সুপারিশ করেছে সরকার। শতাধিক জিআই পণ্যের তালিকা হাইকোর্টে জমা দিয়ে সোমবার এ তথ্য জানায় শিল্প মন্ত্রণালয়। হাইকোর্টে রিটকারী ব্যারিস্টার সারোওয়াত সিরাজ শুক্লা সাংবাদিকদের এসব তথ্য জানান।
ব্যারিস্টার শুক্লা বলেন, ‘টাঙ্গাইল শাড়ির জিআই ভারতের’ এই দাবির বিরুদ্ধে আইনি লড়াইয়ে সরকার ভারতের ল ফার্ম ‘মাসন অ্যান্ড অ্যাসোসিয়েটস’কে নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটি ভারতের আদালতে বাংলাদেশের পক্ষে মামলা পরিচালনা করবে।
এর আগে জিআই পণ্য হিসেবে নিবন্ধিত এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিবন্ধনের উপযোগী পণ্যের তালিকা প্রস্তুত করে আদালতে জমা দিতে গত ১৯ ফেব্রুয়ারি আদেশ দেন হাইকোর্ট।
সম্প্রতি কয়েকশ বছরের পুরোনো টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এরপর গত ৮ ফেব্রুয়ারি পণ্যটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় বাংলাদেশও।