যশোরের ঝিকরগাছায় স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে একদল তরুণ, নাম দিয়েছে ‘স্বস্তির বাজার’। এখান থেকে তুলনামূলক কমদামে পণ্য কিনতে পারছেন ক্রেতারা।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) ঝিকরগাছা বাজারে আলু, পেঁয়াজ, রসুন, সয়াবিন তেল, ডিম, পটল, লাউ, কাঁচামরিচ, শসা, পেঁপেসহ নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য সুলভমূল্যে ভোক্তাদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান মো. জাহাঙ্গীর হুসাইন মিঞা। সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলে বেচাকেনা।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘নির্ভীক-২৪’ এর বাস্তবায়নে এবং ঝিকরগাছা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই কার্যক্রম পরিচালনা করছেন একদল স্বপ্ন পিপাসু তরুণ। তারা সংগঠনের পক্ষ থেকে জানান, প্রাথমিকভাবে আগামী সাতদিন এই কার্যক্রম চলমান থাকবে। পরবর্তী সময়ে সময়সীমা আরো বাড়ানো হবে।