মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর আওতায় যশোরের ঝিকরগাছা পৌরসদরের কাটাখাল এলাকায় কপোতাক্ষ নদে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৩৩০ মিটারের ৩৮পিচ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মূখে জব্দ কৃত জাল পুড়িয়ে বিনষ্ট করে।
বৃহস্পতিবার দুপরে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন, ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে এম মামুনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহন সিরাজ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম আলী, সহকারী মৎস্য অফিসার নান্নু রেজা, এস আই খালেদুর রহমান প্রমূখ।