প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ২:২১ পি.এম
ঝিকরগাছায় দূর্বৃত্তের হামলায় ডেন্টাল সার্জন আহত
আহত ডাক্তার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ভুমদিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে, তিনি খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ডাক্তার সেলিম রেজা জানান, তিনি কর্মস্থলের কাজ শেষে বিকাল থেকে ঝিকরগাছায় ব্যক্তিগত চেম্বার করেন। শুক্রবার রাতে চেম্বার শেষে বারবাকপুর যান তার চেম্বারের সহকারী শারমিনের বাড়িতে যান দাওয়াতে। আনুমানিক রাত ৯টার দিকে দাওয়াত খেয়ে ঝিকরগাছা বাজারে ফিরছিলেন তিনি। পথিমধ্যে বিশ্বাস-পাড়া পৌঁছালে একদল অজ্ঞাত লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাথাড়ি মারপিট করে। এসময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি আরও জানান, হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি। চেম্বারের সহকারী শারমিনের পিতা জয়নাল হোসেনের দাওয়াত রক্ষা করতে তিনি বারবাকপুর গিয়েছিলেন। প্রশাসন সঠিক তদন্ত করলে হামলাকারীর পরিচয় ও হামলার কারণ জানা যাবে। এ ঘটনার সঠিক তদন্ত-পূর্বক বিচার দাবি করেন তিনি।
খবর পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.