নাটোরে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ১টি ভারতীয় পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে শহরের কানাখালী এলাকার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে যৌথবাহিনী।
বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল রাতে মেজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা মিলে যৌথবাহিনীর অভিযান শুরু করে। শুক্রবার ভোরে জেলা যুবলীগের সভাপতি এহিয়া’র বাসা থেকে একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল), দুই রাউন্ড গুলি, ও পিস্তলের কভার উদ্ধার করা হয়।
এঘটনায় একটি অবৈধ অস্ত্র মামলার রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।