কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন ১নং কালির বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সুমনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা কুমিল্লা (ডিবি)র একটি চৌকস টিম।
জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লায় কর্মরত এসআই(নিঃ)উক্যমং রাখাইন তার সঙ্গীয় ফোর্সনিয়ে (০৯জুন) রাত ১১:৩০ মিনিটের সময় কোতয়ালী মডেল থানাধীন ০১নং কালির বাজার বাইতুন সালাম ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে হতে ০৩টি বস্তার ভিতরে মোট ৫২(বায়ান্ন) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সুমন(৩৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃসুমন কোতোয়ালী মডেল থানার শুভপুর গ্রামের আব্দুল জলিল এর ছেলে।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, গ্রেফতারকৃত আসামি মোঃ সুমন এর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।