বাগেরহাটের মোরেলগঞ্জে এক ওলামা সমাবেশে বক্তারা বলেছেন, 'জামায়াতে ইসলামীকে ধ্বংস করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়েছে । শেখ হাসিনার পরিবারতান্ত্রিক নেতৃত্বে দেশও দেউলিয়া হবার পথে হাটছিলো। দেশের মানুষ এতোদিন কারাবন্দী ছিলো। এখন সকলে মুক্ত।
শনিবার আবু হুরায়রাহ্ জামে মসজিদে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাত হোসাইন।
প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও প্রধান বক্তা প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলেমাসুদ সাঈদী সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদের নেতৃত্বে অসংখ্য ছাত্র-ছাত্রী, শিশু, কিশোর ও যুবকের প্রাণের বিনময়ে ৫ আগষ্ট আমরা বাকস্বাধীনতা ও স্বৈরাচারমুক্ত দেশ পেয়েছি। এ অর্জন যেন কারো ভুলে হাতছাড়া না হয়।
প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন নমিনী বাগেরহাট-৪ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম।
প্রধান অতিথ সেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নায়েবে আমির এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ,,বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মাসুদ সাঈদী, উলামা জেলা সভাপতি বাগেরহাট অধ্যাপক মাওলানা আলতাফ হোসেন,অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন পীর সাহেব আমতলী অধ্যক্ষ আবুবক্কার মোহাম্মদ আব্দুল্লাহ,,অধ্যক্ষ আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসা মাওলানা বায়েজিদ হোসাইন,অধ্যক্ষ গুলিশাখালী ফাজিল মাদ্রাসা মাওলানা আব্দুল বারী,অধ্যক্ষ মোরলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা মাওলানা ড. রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষগণ, উলামা ফোরাম নেতৃবৃন্দ,বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন বৃন্দ,বিভিন্ন স্কুল কলেজে আরবি ও ধর্মীয় বিষয়ক শিক্ষকগন এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মক্তব সমূহের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভাশেষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রুহের মাগফিরাত কামনাসহ দেশের শান্তি ও সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.