জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সম্মেলনে কমিটি ঘোষণা অনুমোদন ও ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণিকা মোড়ক উন্মোচন।
বৃহস্পতিবার(৫ ডিসেম্বর ২০২৪খ্রিঃ) বিকেলে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় জমজম টাওয়ারের গোল্ডেন স্পুনের কনভেনশন হল রুমে কুমিল্লা জেলা কমিটির নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুণ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশীদ শাঈন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ,জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা প্রধান উপদেষ্টা ও সিটিভি নিউজ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপস,উপদেষ্টা ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মাহাবুব আলম চপল,ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মোঃ শিপন মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা রবিউল হক শামীম।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেন,মোঃআবদুল আউয়াল সরকার,ফেরদৌস মাহমুদ মিঠু,মোঃ মনোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইকবাল হোসেন,মোঃ কামরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন এনসি জুয়েল,আয়শা আক্তার,বুড়িচং উপজেলা সভাপতি সৌরভ মাহমুদ হারুন ও সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়,ব্রাহ্মণপাড়া সভাপতি হারুন অর রশিদ,সাবেক সভাপতি সাইফুল ইসলাম,দেবিদ্বার উপজেলা সভাপতি ময়নাল হোসেন ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাগর,বরুড়া উপজেলা সভাপতি এম এ কুদ্দুছ মজুমদার, সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ুন কবির,মুরাদনগর উপজেলার সভাপতি এ.কে.আই জাবেদ,মোঃ রায়হান চৌধুরী।
উক্ত সম্মেলনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনা করা হয়।অনুষ্ঠান শেষে জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন সহ ৪১ সদস্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সহ সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.