স্বৈরাচার খুনি হাসিনার বিচার ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে জাতীয় শ্রমিক দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী আরবিআর ও ওপেন লাইন শাখার শ্রমিক দলের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
রোববার বেলা ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ে জিএম ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রকৌশলী দপ্তরের বাইরে একটি বাগানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ওই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন রঞ্জু, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মো: সাইফুল ইসলাম, আরবিআর শাখার সভাপতি খাদেমুল হক, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ওপেন লাইন শাখার সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মো, কাশেম ও বিভাগীয় সম্মনয়ক নুর সালাম প্রমুখ।
সমাবেশে বক্তারা স্বৈরাচার খুনি হাসিনার বিচার ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত অপসারণের দাবি জানান।