জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ ১৬ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হিমেল।
পাঁচবিবি থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান এবং এএসআই সোহেল রানা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
ডাকাতির প্রস্তুতির মামলায় আদালত হিমেলকে ১৬ বছরের সাজার রায় দিয়েছিলেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে হিমেল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তিনি বিশেষ করে ঢাকার বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মাসুম বলেন, "সাজার রায়ের পর থেকেই হিমেল বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিয়ারা গ্রামে তার এক প্রতিবেশীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওসার আলী বলেন, ডাকাতির প্রস্তুতির মামলায় আদালত তার বিরুদ্ধে ১৬ বছরের সাজার রায় দেয়ার পর থেকেই হিমেল পলাতক ছিলেন। গত শুক্রবার বিকেলে থানার একটি দল তাকে গ্রেপ্তার করেছে। আগামীকাল শনিবার তাকে আদালতে প্রেরণ করে কারাগারে পাঠানো হবে।
তিনি আরও জানান, হিমেলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন এবং চাঁদাবাজি সংক্রান্ত মোট চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2025 Dainiksopnerbangladesh.com. All rights reserved.