নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ পরিচয়ে তানভীর আহম্মেদ (১৯) নামের এক শিক্ষার্থীকে জিম্মি করে অটোরিক্সায় তুলে নিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বোয়ালিয়া থানার সাগরপাড়া পিডিবি অফিসের গলিতে এঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আসামিরা হলো: মো: নূরনবী চাঁদ (৪০) ও মো: রাব্বী মৃদুল রহমান (২৪)। নূরনবী চাঁদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বোষপাড়া তেতুলতলা এলাকার মৃত নুরুল হুদার ছেলে ও রাব্বী মৃদুল রহমান একই থানার দরগাপাড়া এলাকার মো: রতন শেখের ছেলে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।
পরবর্তীতে গতকাল রাতে বিকাশের দোকানের সিসি ফুটেজ দেখে তানভীরকে সঙ্গে নিয়ে আলুপট্টি মোড় থেকে আসামি নূরনবী ও রাব্বীকে গ্রেফতার করেন। এসময় আসামিদের কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্বপ্নের বাংলাদেশ/ইআবি