মোঃ ইকরামুল হক রাজিব।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান বলেছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ নতুন করে এক স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার সংগ্রামের ফলে অর্জিত এ স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার এদেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টানদের ব্যবহার করে দীর্ঘ সময় ক্ষমতা আকড়ে ধরেছিল। তাদের সংখ্যালঘু উপাধি দিয়ে তারা নিজেদের ফায়দা লুটে নিয়েছে। শেষ পর্যন্ত তারা স্বৈরাচারী আচরণ করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশ থেকে বিদায় নিয়েছে। এখন আমাদের নতুন করে স্বৈরাচার পতনের পর সম্মিলিতভাবে দেশ গড়ার কাজ করতে হবে।
তিনি গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাসস্ট্যান্ড চত্বরে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নাগরিকদের জান-মাল বাড়ি-ঘর ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিতের দাবে সমেশে এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাবু শষীণ হালদার। রামপাল ও মোংলা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা এস অনিমেষ, মোংলা পৌর বিএনপি সাবেক মেয়র জুলফিকার আলী, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, জেলা বিএনপি নেতা সরদার অজিয়ার রহমান, প্রভাষক মোক্তাদির হোসেন, অনিন্দ্রনাথ পাল, অমিত রায়, অসিম কুমার মণ্ডল, শিমুল চন্দ্র রায় প্রমুখ।
এ সময় রামপাল ও মোংলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শুরুর আগে দুই উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.