কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরেই সারা বাংলাদেশের উৎসব জনতা মেথি উঠেছিল ধ্বংসই। সে ধ্বংসস্তূপ কে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে নতুন রূপে প্রাণ ফিরিয়ে দিয়েছিল সারাদেশের ছাত্র-ছাত্রীরা। ময়লা পরিষ্কারের পাশাপাশি ট্রাফিক পরিচালনায় প্রশংসা কুড়িয়রছিলো সারা বিশ্বের।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ১১ টায় শিক্ষার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সামাজিক সংগঠনের উদ্যোগে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে ময়লা পরিষ্কার অংশ নেয়। এ সময় ছাত্রছাত্রীরা ময়লা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লা পরিষ্কারের জন্য বলেন। তারা আরো বলেন প্রতিটা এলাকার বাজারে বা বিভিন্ন লোকের কাছে অতি উৎসাহী কিছু লোক চাঁদাবাজি করছেন। আপনারাও অতি দ্রুত চাঁদাবাজিবদ্ধ করে সামাজিকতায় আসুন না হয় ছাত্ররা সারা দেশের ন্যায় আপনাদের ও প্রতিহত করবে। আমাদের এলাকায় কোন চাঁদাবাজ লুটৎরাজ ও ইভটিজার এর স্থান বে না।
পরিষ্কার পরিচ্ছন্নতা অংশগ্রহণ করা প্রতিষ্ঠানগুলি হচ্ছে বিজয়পুর মহিলা কলেজ,বিজয়পুর উচ্চ বিদ্যালয়, রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসা, লালমাই সরকারি কলেজ, লালমাই উচ্চ বিদ্যালয়, সোনারতরী রক্তদান ফাউন্ডেশন, প্রেরণা সামাজিক সংঘ।