মোঃ ইকরামুল হক রাজিব।।
বাগেরহাটের রামপালের সুন্দরবন মহিলা কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শিক্ষার্থী, পুলিশ সদস্য ও সাধারণ জনতার আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২ টায় সুন্দরবন মহিলা কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ খালিদ আহমেদ’র সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়াসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আহত সকলের আশু সুস্থতা কামনা করছি এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সকল শহীদের রক্তের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেলাম। এ জাতি তাঁদের আত্মত্যাগ কোনদিন ভুলবে না।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.