আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগকে অন্তর্বর্তী সরকারের নির্দেশে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধের দাবি পূরণ হওয়ায় নাটোরের সিংড়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে (২৪অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু ও পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন এর নেতৃত্ব পৌরসভার কলেজ থেকে আনন্দ মিছিল নিয়ে শহরের বিষেশ বিষেশ সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডের সামনে এসে জড়ো হয়।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। ‘এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’; ‘হইহই রইরই, সন্ত্রাসলীগ গেলি কই’; ‘এই মুহূর্তে খবর এলো, ক্যাম্পাস সন্ত্রাসমুক্ত হলো’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
এ সময় সিংড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বুলেট, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান সাদু, সাবেক জিএস পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজল সরকার,পৌর ছাত্রদলের সদস্য সচিব উৎপল কুমার,উপজেলা, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায় আবির হোসেন সুরুজ সহ উপজেলার,বিভিন্ন কলেজ ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.