কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ১০নং বাতিসা ইউনিয়নের বসন্তপুর কবরস্থানের সামনে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল এস্কাপ সিরাপ সহ মাদক ব্যবসায়ী মোঃ আকবর হোসেনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ)আলী আশরাফ জুয়েল ও এসআই(নিঃ)রুহুল আমিন সঙ্গীয় ফোর্সনিয়ে (৭এপ্রিল) সকাল ০৬.৪৫ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানাধীন ১০নং বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকার চট্টগ্রাম টু ঢাকা গামী মহাসড়ক সংলগ্ন বসন্তপুর কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর হতে ২৫ বোতল ফেনসিডিল ও ২৫ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী আকবর(৩২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামী আকবর দাউদকান্দি থানার টামটা (সরকার বাড়ি) গ্রামের আমির হোসেনের ছেলে।
আসামী মোঃ আকবর হোসেন (৩২) এর বিরুদ্ধে ০৪ টি মাদক মামলা, ০২টি ডাকাতির প্রস্তুতি মামলা, ০১ টি চুরি মামলা এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ০১ টি মামলা সহ সর্ব মোট ০৮ টি মামলা আদালতে বিচারাধীন আছে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামী মোঃ আকবর হোসেন এর বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।