কুমিল্লার চৌদ্দগ্রামে গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজা, ৩০ বোতল বিদেশী মদ ও একটি মোটরসাইকেল উদ্ধার সহ ০৪ জন আসামীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ ।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই মোহাম্মদ আলমগীর, এএসআই মোঃ নজরুল ইসলাম(১) সঙ্গীয় ফোর্সনিয়ে (০৯মে) ভোর ০৫.০০ টার সময় চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভা ০১নং ওয়ার্ড, নবগ্রাম এলাকায় তিন রাস্তার মোড়ে মুন্সিরহাটগামী পাকা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজা সহ মোঃ বেলাল খান(৪২) ও মিনারা বেগম ওরফে রুপা(৩০)কে গ্রেফতার করে।
অপর একটি অভিযানে এসআই মোঃ আবদুল মতিন, এএসআই মোঃ এমরান ভূইয়া সঙ্গীয় ফোর্স সহ সকাল ০৭.০৫ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ বীরচন্দ্রনগর রাস্তার মাথার পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে ৩০ বোতল বিদেশী মদ, ০২ কেজি গাঁজা ও মাদক পাচারে ব্যবহৃত ০১ টি সুজুকি জিক্সার মোটরসাইকেল সহ কুমিল্লা দক্ষিণ চর্থার মোঃ জলিল(২৮) কে গ্রেফতার করে। আরেকটি অভিযানে
এসআই মোঃ মশিউর আলম, এএসআই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ সকাল ০৭.২০ মিনিটের সময় চৌদ্দগ্রাম বাজারস্থ স্টার লাইন কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর হইতে ০৬ কেজি গাঁজা সহ সুজন (২৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে মাদক আইনে ০৩ টি মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানার অভিযান অব্যাহত রয়েছে ।