'ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ' এই স্লোগানকে সামনে রেখে (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত ০৮.০০ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানা কমপ্লেক্সের কনফারেন্স রুমে প্রায় শতাধিক মুসলিম, হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের অংশগ্রহনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর্তমান সাম্প্রতিক সময়ের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য সহ আইন শৃঙ্খলার বিষয়ে আলোচনা হয়। সবাইকে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে একসাথে কাজ করার জন্য এবং থানা পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, গীতা পাঠ করেন নান্টু দেবনাথ, ত্রিপিটক পাঠ করেন জীবন বডুয়া।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. টি. এম. আক্তার উজ জামান এর সভাপতিত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ্ এর সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামী আমির মো. মাহফুজুর রহমান, কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মজুমদার, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ চক্রবর্তী, কিং কাসনাইন জগৎজ্যেতি বৌদ্ধ বিহার এর সভাপতি জীবন বডুয়া, তিলোত্তম স্মরন বৌদ্ধ বিহার এর সেক্রেটারি শৈবাল কুমার সিংহ, নগর শরীফ দরবার পীরজাদা সৈয়দ আহমদুল হাসান জমির, চৌদ্দগ্রাম উপজেলা ওলামা বিভাগ এর মাওলানা মফিজুর রহমান, চট্টগ্রাম উপজেলা খতিব ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.