কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানুকে(৭৮) লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ০৫জনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম।
গত (২২ডিসেম্বর)রোববার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে এর ভিডিও ধারণ করা হয় এবং রোববার রাতেই ফেইসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়ে যায়। চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে আসামীদের শনাক্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় (২৩ ডিসেম্বর) সোমবার রাতে অভিযান চালিয়ে ০৫জনকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
গ্রেপ্তারকৃত আসামীরা হল, পাতড্ডা এলাকার ইসমাইল হোসেন মজুমদার (৪৩), কুলিয়ারা গ্রামের মো. জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), নাঙ্গলকোট উপজেলার রায়কোট এলাকার আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলার মইশাদী এলাকার ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার(চৌদ্দগ্রাম সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় কোন মামলা না হওয়ায় মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.