ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, কুমিল্লা দক্ষিণ জেলা চৌদ্দগ্রাম উপজেলা কর্তৃক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৬অক্টোবর) শনিবার বিকেলে চৌদ্দগ্রাম জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি প্রকৌশলী মো:ইউসুফ মিয়া । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি প্রকৌশলী মাহবুবুর রহমান।দায়িত্বশীল বৈঠকে আরো আলোচনা করেন চৌদ্দগ্রাম পৌরসভার জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম ও সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল।
প্রধান অতিথি বক্তব্যে প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন সকল প্রকৌশলীদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, ব্যক্তিগঠন, পরিবার গঠন ও সমাজ গঠনে সকল কে অগ্রনি ভূমিকা পালন করতে হবে।