'প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার চৌদ্দগ্রামে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, চৌদ্দগ্রাম হাইস্কুলের মাঠে 'প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত এবিএম বাহার, নির্বাহী অফিসার মো: রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম সরকারি পাইলট মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপমসেন গুপ্ত, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাঈল হোসেন।
চৌদ্দগ্রামে ছোট বড় কয়েকশত খামারি থাকলেও সঠিক ব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার অভাবে উদ্বোধনী অনুষ্ঠানে তেমন একটা খামারি ও জনগণের উপস্থিতি পরিলক্ষিত হয়নি। এই বিষয়ে কুমিল্লা জেলায় প্রাণিসম্পদের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ডা: মো ইসমাঈল হোসেনকে মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেন নি।
অনুষ্ঠানের বিষয় খামার প্রতিষ্ঠায় জনগনকে উদ্বুদ্ধ করার মূল লক্ষ্য থাকলেও উপস্থিত খামারিদের কয়েক জনের সাথে আলাপ করে জানা যায়, এই অনুষ্ঠানের বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার অফিস থেকে তেমন কোনো ততপরতা দেখা যায়নি।
চৌদ্দগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ 'উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানের সমন্বয়ক ডা: নাহিদকেও মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় অনুষ্ঠান অব্যবস্থাপনার বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।
আলোচক বৃন্দের আলোচনা শেষ হতেই ৪ দিনের সেবা সপ্তাহের অনুষ্ঠান তড়িঘড়ি করে ৪ ঘন্টায় সমাপ্তি হয়।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.