প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৫৯ পি.এম
চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রেস ক্লাবের নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার ৩৮ বছর পর এই প্রথম উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ নভেম্বর ২০২৪) চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩৯ জন ভোটারের মধ্যে ৩৬জন সাংবাদিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ১ জন ভোটার নিয়ম না মানায় একটি ব্যালট পেপারের সব ভোট বাতিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান কুমিল্লা বারের সিনিয়র আইনজীবি মোঃ সিরাজুল ইসলাম ভুঁইয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন। ফলাফল ঘোষণার আগে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান, নির্বাচন কমিশনের সদস্য কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, সদস্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মোঃ মোশারফ হোসেন, নির্বাচন কমিশন সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী রফিউদ্দিন সিদ্দিকী। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক ফেনীর সময়ের মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি পদে আজকের দৈনিকের মুহাঃ জহিরুল হাসান, সাধারণ সম্পাদক পদে যায়যায়দিনের মোঃ বেলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশ রূপান্তরের মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশনের কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংবাদ প্রতিদিনের মোঃ আহসান উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবরপত্রের এম এ আলম, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিনের মোঃ শাহীন আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিজয় টিভির মনির উল্লাহ ভুঁইয়া, কার্যকরী সদস্য দৈনিক ভোরের ডাকের আনিছুর রহমান, দৈনিক বাংলার রাসেল পাটোয়ারী ও দৈনিক গণজাগরণের সফিউল আলম নির্বাচিত হয়েছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.