কুমিল্লায় চেতনায় ৭১ নিউজের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে দুস্থ ও অসহায়দের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ৭১ টিভির স্টাফ রিপোর্টার ও নয়ারবি পত্রিকার সম্পাদক কাজী এনামুল হক ফারুক। সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রতি সময়.কম এর সম্পাদক সাদিক হোসেন মামুন।
দৈনিক সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও চেতনায় ৭১ নিউজের সম্পাদক মাঈনুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন রনি, দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন কবির, সাংবাদিক শহীদুল্লাহ্, একুশে সংবাদের জেলা প্রতিনিধি জুয়েল রানা মজুমদার, সবুজ বাংলাদেশের জেলা প্রতিনিধি শরীফ সুমন, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি এন.সি জুয়েল, জাগরণী নিউজ ২৪.কম এর সম্পাদক আয়েশা আক্তার, ৭১ টিভির ক্যামেরা পার্সন সাইদুর রহমান, সাইফ উদ্দিন, রাফি প্রমুখ।
প্রসঙ্গত, প্রতিবছরের ন্যায় এবারও চেতনায় ৭১ নিউজের উদ্যোগে উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।