ভারতের চিপ এডমিরাল শ্রী হরি কুমার ভারতের সমুদ্র বন্দর থেকে শুরু করে আন্তর্জাতিক জলসীমা সুরক্ষিত রাখতে ভারত মহাসাগরের বুকে নামাল ১১টি, সাবমেরিন ও ৩৫টি, নৌবাহিনীর জাহাজ।
কারণ সম্প্রতি ভারত মহাসাগরের বুকে চিনের কমিউনিস্ট পার্টির সরকার কর্তৃক ভারতের উপর কড়া নজরদারি ও গুপ্তচর বৃত্তির জন্য এই সিদ্ধান্ত নেন ভারতের সরাস্ট্র মন্রালয় ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণাল। গতকাল গভীর রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করেন নর্থ সাউথ কমান্ডারের পক্ষ থেকে ভারতের বিশাখাপত্তনম বন্দর থেকে এই সাবমেরিন ও যুদ্ধ জাহাজ গুলি সমুদ্র বন্দর তে নামানো হয়। এই সমস্ত সাবমেরিন ও যুদ্ধ জাহাজ ভারত মহাসাগরের বুকে এবং এডেন সাগর এবং বঙ্গোপসাগর ও দক্ষিণ ভারত মহাসাগরের বুকে সোমলিয়ার জলদস্যুদের মোকাবেলা বন্ধ করতে সাহায্য করবে।
সম্প্রতি বাংলাদেশের এম আবদুল্লাহ কে সোমলিয়ার জলদস্যুদের দ্বারা বন্দী দশা থেকে উদ্ধার করে। ভারতের জলসীমার মধ্যে যাতে কোন দেশ দাদাগিরি না করতে পারে তার জন্য ভারতের প্রতিরক্ষা দফতর থেকে কড়া অবস্থান নিয়েছেন। এর ফলে ভারত মহাসাগরের বুকে আগত বিদেশী জাহাজের নিরাপত্তা দিতে এবং ভারতের জলসীমার সুরক্ষা দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান চিপ এডমিরাল শ্রী হরি কুমার। কারণ ভারত মহাসাগরের বুকে থেকে প্রতি বছর প্রায় ৩৫থেকে, ৪৫ভাগ, বানিজ্যিক জাহাজ যাতায়াত করে। তাদেরকে নিরাপত্তা ব্যবস্থা করে ভারতের নৌবাহিনীর সদস্যরা। ।