প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৩:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৪, ৭:২১ পি.এম
কেশরহাটে দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল
নিজস্ব প্রতিবেদক : মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ ও ১২ অক্টোবর (শুক্র ও শনিবার) বিকেলে দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। প্রথম দিনের প্রধান বক্তা হিসেবে তাফসিরর পেশ করবেন ঢাকার লালজাল বড় মগবাজার জামে মসজিদের খতিব হজরতক্বারী মাওলানা মো. আবদুল কাইয়ুম মিয়াজী এবং দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা জি এ এম আবদুল আওয়াল।
দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কুরআন মুফতি মাওলানা আমির হামজা, কুষ্টিয়া এবং দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগীয় সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল আলম আল হাসানী।
তাফসির মাহফিলে যথাক্রমে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মো. আবুল কালাম আযাদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী পশ্চিম জেলা সেক্রেটারী মাওলানা মো. আবদুল খালেক।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশরহাট পৌরসভার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সার্বিক ব্যবস্থাপনার সকল প্রস্তুতি শেষ পর্যায়ে বলে নিশ্চিত করেছে আয়োজকরা।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.