Dhaka 7:06 am, Wednesday, 1 January 2025

কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন

কুষ্টিয়ায় সমিতির টাকার হিসাবকে কেন্দ্র করে বাবুল আক্তার আনিছ (৫০) নামের এক যুবকের হাত কর্তন করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আনিছ কুষ্টিয়া পৌরসভার ১৭ ওয়ার্ডের ঢাকা ঝালুপাড়া গ্রামের আসালত ফকিরের ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। গত শুক্রবার রাত ৮টার সময় ঝালুপাড়া গ্রামে অবস্থিত সমিতির অফিসের সামনেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় শহীদ শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতি থেকে ঋণের টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। হামলাকারী নজরুল ইসলাম নজু ক্যাডার (৪২) মিরপুর উপজেলার নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
নজরুল ইসলাম নজু প্রায় ৩০ বছর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মোমিজের জায়গায় বাড়ী করে ঢাকা ঝালুপাড়া (সিন্নিতলা) গ্রামে বসবাস করে আসছে। আহত আনিছ দীর্ঘদিন ধরে শহীদ শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। আর হামলাকারী নজরুল ইসলাম নজু শহীদ শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতির সদস্য। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের শুক্রবারে শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতির ঋণের কিস্তির টাকা উত্তোলন করে।
প্রতি সপ্তাহের ন্যায় বাবুল আক্তার আনিছ ঋণের কিস্তির টাকা উত্তোলনের জন্য জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মোমিজের বাড়ীর সামনে পৌঁছানো মাত্র ওত পেতে থাকা নজরুল ইসলাম নজু তার উপর ধারালো হাসুয়া দিয়ে হামলা করে। ঘটনাস্থলেই বাবুল আক্তার আনিছের বাম হাত পাঁচটি অঙ্গুলসহ কজি¦ থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তার উপর পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা এসে আনিছকে উদ্ধার করে এবং তার পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসাপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসে। সরেজমিনে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসাপাতাল দেখা যায়, বাম হাত বিচ্ছিন্ন হওয়া সহ বাবুল আক্তার আনিছের দুই কাঁধে মারাত্বক জখম হয়েছে। দুই কাঁধে মোট ২৫ টি সেলাই দেওয়া হয়েছে। প্রচুর রক্তপাতের কারণে আনিছকে হাসপাতালে রক্ত দেওয়া শেষে অপরাশেন থিয়েটারে নেওয়া হয়। পরবর্তিতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে পুলিশের একটি ঘটনাস্থল পরির্দশন করে হামলায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার করেছে বলে স্থানীরা জানিয়েছেন। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপতালের আবাসিক ডাক্তার ডাঃ হাসান ইমাম জানান, রোগীর প্রচুর রক্তখরন হয়েছে এবং অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, এলাকায় তাদের একটি সমিতি ছিলো। সে সমিতিকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে প্রথমিক ভাবে জানা গেছে। কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

About Author Information

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

কুষ্টিয়ায় সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত কর্তন

আপলোড সময় : 01:26:11 pm, Sunday, 29 December 2024

কুষ্টিয়ায় সমিতির টাকার হিসাবকে কেন্দ্র করে বাবুল আক্তার আনিছ (৫০) নামের এক যুবকের হাত কর্তন করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আনিছ কুষ্টিয়া পৌরসভার ১৭ ওয়ার্ডের ঢাকা ঝালুপাড়া গ্রামের আসালত ফকিরের ছেলে। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। গত শুক্রবার রাত ৮টার সময় ঝালুপাড়া গ্রামে অবস্থিত সমিতির অফিসের সামনেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় শহীদ শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতি থেকে ঋণের টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। হামলাকারী নজরুল ইসলাম নজু ক্যাডার (৪২) মিরপুর উপজেলার নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
নজরুল ইসলাম নজু প্রায় ৩০ বছর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মোমিজের জায়গায় বাড়ী করে ঢাকা ঝালুপাড়া (সিন্নিতলা) গ্রামে বসবাস করে আসছে। আহত আনিছ দীর্ঘদিন ধরে শহীদ শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। আর হামলাকারী নজরুল ইসলাম নজু শহীদ শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতির সদস্য। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের শুক্রবারে শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতির ঋণের কিস্তির টাকা উত্তোলন করে।
প্রতি সপ্তাহের ন্যায় বাবুল আক্তার আনিছ ঋণের কিস্তির টাকা উত্তোলনের জন্য জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমিনুর রহমান মোমিজের বাড়ীর সামনে পৌঁছানো মাত্র ওত পেতে থাকা নজরুল ইসলাম নজু তার উপর ধারালো হাসুয়া দিয়ে হামলা করে। ঘটনাস্থলেই বাবুল আক্তার আনিছের বাম হাত পাঁচটি অঙ্গুলসহ কজি¦ থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তার উপর পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা এসে আনিছকে উদ্ধার করে এবং তার পরিবারের সদস্যরা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসাপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসে। সরেজমিনে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসাপাতাল দেখা যায়, বাম হাত বিচ্ছিন্ন হওয়া সহ বাবুল আক্তার আনিছের দুই কাঁধে মারাত্বক জখম হয়েছে। দুই কাঁধে মোট ২৫ টি সেলাই দেওয়া হয়েছে। প্রচুর রক্তপাতের কারণে আনিছকে হাসপাতালে রক্ত দেওয়া শেষে অপরাশেন থিয়েটারে নেওয়া হয়। পরবর্তিতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে পুলিশের একটি ঘটনাস্থল পরির্দশন করে হামলায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার করেছে বলে স্থানীরা জানিয়েছেন। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপতালের আবাসিক ডাক্তার ডাঃ হাসান ইমাম জানান, রোগীর প্রচুর রক্তখরন হয়েছে এবং অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, এলাকায় তাদের একটি সমিতি ছিলো। সে সমিতিকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে বলে প্রথমিক ভাবে জানা গেছে। কোন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।