কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সফল নার্সিং সুপারিন্টেন্ডেন্ট শাহানারা আক্তার শানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ ২০২৪ খ্রিঃ) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে হাসপাতালের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (ভারপ্রাপ্ত) পরিচালক ডাঃ মোঃ শাহজাহানসহ চিকিৎসক, নার্স,কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
অবসরজনিত বিদায় সংবর্ধনায় মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। সহকর্মীদের
ভালোবাসা-কান্না-হাসির
এক মিশ্র অনুভূতিতে সিক্ত করে বিদায় নিলেন শাহানারা আক্তার শানু।
বিদায় বেলার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার সুনির্দিষ্ট দিক-নির্দেশনা মূলক আদেশ-উপদেশ আকাঙ্খা প্রকাশ করে গেছেন। নার্সদের ভাবমূর্তি উজ্জ্বল হোক, মানুষ নার্সদের সম্মান ও শ্রদ্ধা করুক, সাধারণ মানুষ নার্সদের যেন বন্ধু মনে করে- এমন স্বচ্ছ নার্সিং সেবার কথা তিনি গ্রথিত করে রেখে গেছেন সহকর্মীদের মনে।
সেবার পরম ব্রত নিয়ে তিনি কুমেক হাসপাতালে এসেছিলেন; এখানকার কর্মকর্তা,কর্মচারি ও রোগীদের ভালোবেসেছিলেন। আর প্রিয় মানুষগুলোকে আর সচরাচর না দেখতে পাওয়ার জন্য যে প্রচণ্ড খারাপ লাগা তা তার চোখে-মুখে-ভাষায় স্পষ্ট ছাপ রেখেছে।