আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় বাংলাদেশ পুলিশ এর বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে কনস্টেবল হতে এএসআই (নি:), নায়েক হতে এএসআই (নি:) এবং এএসআই (নি:) হতে এসআই (নি:) পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর এডিশনাল ডিআইজি মোঃ খাইরুল আলম উক্ত পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে অপরাপর সদস্য সহ পরীক্ষা গ্রহণ করেন। চলতি বছরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর বিভিন্ন ইউনিটে কর্মরত সর্বমোট ৩১ জন পুলিশ সদস্য উক্ত পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহন করেন। পরীক্ষার প্রারম্ভে এডিশনাল ডিআইজি মোঃ খাইরুল আলম পদোন্নতি প্রত্যাশিদের ব্রিফিং করেন এবং ব্রিফিংয়ে তিনি নিরপেক্ষতার ভিত্তিতে প্রত্যেককে তাদের প্রাপ্যতা, প্রদর্শিত মেধা ও যোগ্যতা যথাযথ ভাবে মূল্যায়ন করা হবে মর্মে নিশ্চিত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কুমিল্লা জেলা ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্য, মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার, কুমিল্লা হাইওয়ে সার্কেল ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্য, মোঃ ইউসুফ আলী, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) কুমিল্লা জেলা ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সদস্য এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় উপস্থিত সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.