কুমিল্লা প্রেসক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত সংবাদকর্মীদের পাশে দাড়ানোর প্রয়াসেকে সফল করতে কাজী ফাউন্ডেশন ও সিটিএন এর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।
সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুকের হাতে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন কাজী ফাউন্ডেশন এর চেয়ারম্যান কাজী মোজাম্মেল হোসেন পলু। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাহাবুবুল আলম বাবু। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা টুডে নিউজের বার্তা সম্পাদক তৌহিদ খন্দকার তপু ও কাজী ফাউন্ডেশন এর অন্যতম সদস্য জান্নাতুল ফেরদৌস দিপ্তি।