মজিদ পুর ইউনিয়নের নবগঠিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয় কমিটির আহবায়ক হিসেবে ঘোষণা পেয়েছেন.. মৌটুপী গ্রামের,, ১/ মো: মাজেদুল ইসলাম মিন্টু ভাই ২/ সিনয়র যুগ্ন আহবায়ক,সাইদুল ইসলাম সরকার,, মোহনপুর গ্রাম ৩ /যুগ্ন আহবায়ক,, তন্মময় হাসান কাজল,, মজিদ পুর গ্রাম ৪/ সদস্য সচিব,, আবুল কাশেম ভূইয়া,, সাহাবৃদ্দি গ্রাম ৫/ সদস্য সচিব,, মো: মফিজ,, গ্রাম দড়িগায় আলহামদুলিল্লাহ
তিতাস উপজেলা ৯ নং মজিদপুর ইউনিয়নের নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত করায় দাউদকান্দি তিতাসের প্রিয় অভিভাবক তিতাসের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডঃ খন্দকার মোশারফ হোসেন স্যার ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী হাজারো তরুনের আইকন খন্দকার মারুফ হোসেন ভাই এবং তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ওসমান গনি ভূইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া ভাইকে এবং মজিদপুর ইউনিয়ন বাসীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।