মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প সর্বজনীন পেনশন স্কিম এ সাধারন জনগনকে সম্পৃক্ততা করে কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃক মুল্যায়িত হয়েছেন ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন। মোশারেফ হোসেন চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের দু-বারের নির্বাচিত চেয়ারম্যান। সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃক নিদিষ্ট করে দেয়া জেলার প্রতিটি ইউনিয়নের লক্ষ্য মাত্রা (প্রতি মাসে ১০০জন)। তারাই লক্ষে চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পূরন করায় চৌদ্দগ্রাম উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএমএ বাহারের কাছ থেকে ক্রেস্ট গ্রহন করেছেন।
এই প্রাপ্তিতে মোশারেফ চেয়ারম্যান বলেন, ক্রেস্ট দিয়ে কাজের মূল্যায়ন হওয়ায় আমি খুবই অনুপ্রানিত হয়েছি। এই জন্য কুমিল্লার সম্মানীত জেলা প্রশাসক, ডিডিএলজি, আমাদের উপজেলার উপজেলা নির্বাহী অফিসার স্যার সহ সংশ্লিষ্ট সবাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশাকরি আমার মত কুমিল্লা জেলা তথা চৌদ্দগ্রাম উপজেলার সকল চেয়ারম্যান বৃন্দ এভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প সর্বজনীন পেনশন স্কিম এ সাধারন জনগনকে সম্পৃক্ততা করে কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃক মুল্যায়িত হবেন।